৭৭। চিকিৎসা কক্ষ
বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, সেপ্টেম্বর ১৫, ২০১৫
অষ্টম অধ্যায়:
কল্যাণমূলক ব্যবস্থা
✓মোঃ তানভীর আহমেদ™
৭৭। চিকিৎসা কক্ষ।-
(১) প্রতিটি কারখানায় বা প্রতিষ্ঠানে ডিসপেনসারিসহ চিকিৎসা কক্ষ কমপক্ষে একজন রেজিস্টার্ড চিকিৎসকের দায়িত্বে থাকিবে এবং তাহাকে সহায়তা করিবার জন্য অন্যূন একজন প্রশিক্ষিত কম্পাউন্ডার বা মেডিক্যাল এসিস্ট্যান্ট, নার্স এবং অধস্তন কর্মচারী থাকিবেন:
তবে শর্ত থাকে যে, প্রতিষ্ঠানে নিযুক্ত শ্রমিকের সংখ্যা তিন হাজারের অধিক হইলে অন্যূন দুইজন রেজিস্টার্ড চিকিৎসক ও তাহাদেরকে সহায়তা করিবার জন্য প্রয়োজনীয় সংখ্যক মেডিক্যাল এসিস্ট্যান্ট এবং নার্স রাখিতে হইবে:
আরও শর্ত থাকে যে, কোন প্রতিষ্ঠানের শ্রমিকগণ তিন শিফটে কাজ করিলে রাতের শিফটে রেজিস্টার্ড চিকিৎসকের পরিবর্তে একজন ডিপ্লোমা সনদধারী মেডিকেল এসিস্ট্যান্ট থাকিবে।"
(২) চিকিৎসা কক্ষ যতখানি সম্ভব প্রতিষ্ঠানের অন্যান্য অংশ হইতে আলাদা থাকিবে এবং প্রতিষ্ঠানের যে সকল অংশে সহনীয় মাত্রার অধিক শব্দপূর্ণ পঙμিয়া চলে সেইসব অংশের নিকটবর্তী স্থানে অবস্থিত হইবে না।
(৩) যে ভবন বা ভবনের কোন অংশ রোগী কক্ষ হিসাবে ব্যবহৃত হইবে তাহার নকশা ও জায়গার নকশা মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক কর্তৃক অনুমোদিত হইতে হইবে।
(৪) চিকিৎসা কক্ষের মেঝে মসৃণ, অভেদ্য ও মজবুত হইবে এবং দেয়ালসমূহ ১.৫০ মিটার উচ্চতা পর্যন্ত অভেদ্য হইবে এবং কক্ষটি পর্যাপ্ত বায়ু চলাচল সম্পন্ন এবং স্বাভাবিক ও কৃত্রিম উভয়ভাবে আলোকিত থাকিতে হইবে।
(৫) চিকিৎসা কক্ষ প্রাথমিক চিকিৎসা ও রোগীর আরামের জন্য ব্যবহৃত হইবে এবং উহাতে কমপক্ষে নি¤ড়ববর্ণিত আসবাব ও সরঞ্জামাদি থাকিবে, যথা:-
(ক) গরম পানি ও ঠান্ডা পানির একটি প্রলেপযুক্ত পাত্র;
(খ) মসৃণ উপরিতল বিশিষ্ট ১.৮৫ দ্ধ ১.১০ মিটার মাপের একটি টেবিল;
(গ) যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণের ব্যবস্থা;
(ঘ) শোয়ার জন্য দুইটি আসন ও ২ টি স্ট্রেচার ও ১ টি হুইল চেয়ার;
(ঙ) দু’টি বালতি বা আঁটসাঁট ঢাকনাযুক্ত পাত্র;
(চ) পানি গরম করিবার জন্য একটি কেটলি ও স্পিরিট স্টোভ বা অন্য কোন উপযুক্ত ব্যবস্থা;
(ছ) ১২টি (৯১.৪৪ সে.মি. X ১০.১৬ সে.মি. X ০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(জ) ১২টি (৩৫.৫৬ X ৭.৬২ সে.মি. X ০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(ঝ) ৬টি (২৫.৪০ X ৫.০৮ X ০.৬৩ সে.মি.) কাঠের সাধারণ চটি;
(ঞ) ৬টি পশমী কম্বল;
(ট) একজোড়া আর্টারি ফরসেপ;
(ঠ) দু’টি মাঝারি আকারের স্পঞ্জ;
(ড) ৬টি হাত তোয়ালে;
(ঢ) চারটি ট্রে;
(ণ) চারটি কার্বলিক সাবান;
(ত) ২টি কাচের পাত্র;
(থ) ২টি ডাক্তারী থার্মোমিটার এবং কয়েকটি হাইপোডারমিক সিরিঞ্জ;
(দ) দাগকাটা মাপন গ্যাস এবং চা চামচ;
(ধ) চোখ ধোয়ার সরঞ্জাম;
(ন) এক বোতল (১ লিটার) ১ :২০ কার্বলিক লোশন;
(প) ৩টি চেয়ার;
(ফ) একটি পর্দা;
(ব) একটি বৈদ্যুতিক হ্যান্ড টর্চ;
(ভ) ৭৬(১) নং বিধি মোতাবেক নির্ধারিত মানের একটি প্রাথমিক চিকিৎসার বাক্স বা আলমারি;
(ম) ধনুষ্টংকার প্রতিরোধক সিরামের পর্যাপ্ত সরবরাহ; এবং
(য) টুরনিকেট (রক্ত বন্ধ করিবার উপকরণ)।
(৬) হাসপাতাল হইতে কোন যানবাহন পাইবার ব্যবস্থা না করা থাকিলে প্রত্যেক প্রতিষ্ঠানের মালিককে গুরুতর দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে দ্রæত পরিবহণের জন্য উপযুক্ত ও সার্বক্ষণিক কার্যক্ষম অবস্থায় যানবাহনের ব্যবস্থা রাখিতে হইবে।
(৭) চিকিৎসা কক্ষে সেবাদানকৃত সকল দুর্ঘটনা এবং অসুস্থতার চিকিৎসার রেকর্ড রাখিতে হইবে এবং প্রয়োজনে পরিদর্শক সমীপে উহা উপস্থাপন করিতে হইবে।
(৮) পরিদর্শক কর্তৃক, সময়ে সময়ে, জারিকৃত নির্দেশিত মাত্রায় ওষুধপত্র ডিসপেনসারীতে সংরক্ষণ করিতে হইবে।
No comments